শীতলকুচি কাণ্ডে মাথাভাঙ্গা থানার SDPO কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID এর

শীতলকুচি কাণ্ডে মাথাভাঙার এসডিপিও সুরজিৎ মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডির।প্রথমে মাথাভাঙা থানার আইসিকে তলব করে সিআইডি। তাঁকে জিজ্ঞাসাবাদে উঠে আসে মাথাভাঙার এসডিপিওর নাম। বুধবার সুরজিৎ মণ্ডল হাজিরা দেন ভবানি ভবনে।

মঙ্গলবারই শীতলকুচিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করে সিআইডি। সোমবারই মাথাভাঙার আইসিকে দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় দেবাশিস ধরের নাম জানা যায়। এরপরই তাঁকে তলব করে সিআইডি।

চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে। মমতা ব্যানার্জি জানিয়েছিলেন ক্ষমতায় ফিরে দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন।

সিআইডি সুত্রের খবর, শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান কর্তব্যরত ছিলেন। তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং চারজন কনস্টেবল। এই ৬ জনকেই তলব করেছিল সিআইডি। এছাড়াও মাথাভাঙা থানার আইসিকে তলব করা হয়েছিল। করোনা আবহে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন সিআইএসএফের আইজি। কিন্তু তা খারিজ করে দেয় সিআইডি। জানা গেছে, বুধবার ভবানি ভবনে আসেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর বিরুদ্ধে আদালতে যাচ্ছে সিআইডি।

Comments are closed.