কোভিড পরবর্তী পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিতে জেলায় জেলায় তৈরি হচ্ছে ‘মেন্টাল হেলথ রিভিউ বোর্ড’

করোনা অতিমারিতে অনেকে বেকার হয়েছেন, আবার অনেকে ঘরবন্দী হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এবার তাঁদের জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। প্রতিটি জেলায় জেলায় তৈরি হতে চলেছে মেন্টাল হেলথ রিভিউ বোর্ড।

এই বিষয়ে বাংলার গর্ব মমতা নামে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কোভিড পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দেওয়ার জন্য রাজ্যের স্বাস্থ্য বিভাগ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত রোগীদের যত্ন নেওয়ার জন্য পরিকাঠামো শক্তিশালী করতে প্ৰস্তুত।

সরকারের এই প্রকল্পে যুক্ত থাকবেন বিখ্যাত মনোবিদরা।

করোনা মহামারির পর বেশির ভাগ মানুষের জীবনে হতাশা, নিরাশা, অস্থিরতা এবং শূন্যতার নানান খারাপ পর্ব এসেছে। যার কারণে জীবনের প্রতি উৎসাহের অভাব কমে গিয়েছে মানুষের।

সমীক্ষা বলছে যে, সারা বিশ্বের ১০ শতাংশ মানুষ নিরুৎসাহ হয়ে পড়েছে। সমীক্ষা অনুসারে, ব্যক্তিগত ভাবে নেওয়া কিছু পদক্ষেপ আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। তাই রাজ্য সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Comments are closed.