সংসদ কাণ্ডের জের; বিধানসভার পর আরও কড়াকড়ি হচ্ছে নবান্নের নিরাপত্তাও 

সংসদে হানা নিয়ে তোলপাড় গোটা দেশ। সংসদ কাণ্ডের জেরে রাজ্য বিধানসভায়ও কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা। বৃহস্পতিবার এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন স্পিকার বিমান ব্যানার্জি। বিধানসভার পাশাপশি এবার নবান্নের নিরাপত্তাও আরও আঁটসাঁট করা হচ্ছে। 

প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তাতে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।  আলোচনায় উঠে এসেছে নবান্নের গেটের নিরাপত্তা নিয়ে। গেটগুলোতে নিরাপত্তা আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রবেশ এবং বেরোনোর সময় প্রত্যেককে কড়া নজরদারির মধ্যে দিয়ে যেতে হবে। 

পার্কিং-এর ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নবান্নের পার্কিং-এর জায়গাগুলোতে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার নজরদারি চলছে। পাশাপশি এবার বহিরাগত গাড়িগুলোর আলাদা করে নম্বর নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কলকাতা পুলিশকে বাড়তি সক্রিয় হতে পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিধানসভার পর এবার নবান্নের নিরাপত্তা নিয়েও বাড়তি উদ্যোগ নিচ্ছে রাজ্য। 

Comments are closed.