নিরাপত্তায় কড়াকড়ি, নবান্নের ‘দুয়ারে’ বসছে স্মার্ট গেট 

আরও কড়াকড়ি করা হচ্ছে নবান্নের নিরাপত্তা। কোনও রকম ফাঁকফোকর যাতে না থাকে সে উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এবার সেই লক্ষ্যেই নবান্নের প্রবেশ দ্বারে বসছে স্মার্ট গেট। ইতিমধ্যেই নবান্নের সাউথ গেটে স্মার্ট গেট বসানোর কাজ শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এবার সাউথ গেট দিয়েই নবান্নে কর্মরত কর্মচারীদের প্রবেশ করতে হবে। 

জানা গিয়েছে, স্মার্ট গেটটি মেট্রোর আদলে তৈরি হবে। মেট্রোতে যেমন স্মার্ট গেট দিয়ে ঢুকতে গেলে কার্ড বা টিকিট ব্যবহার করতে হয়, একই ভাবে নবান্নে প্রবেশের ক্ষেত্রেও সেই স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। গেটের কাজ সম্পূর্ণ হলে নবান্নের কর্মচারীদের নির্দিষ্ট কার্ড বা পাশ দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে নানান কাজে নবান্নে আসা ভিজিটরদেরও স্মার্ট গেট দিয়েই প্রবেশ করতে হবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে ভিজিটরদের নবান্নে প্রবেশ করতে হলে ভিজিটর বুকে নাম লিখে প্রবেশ করতে হয়। 

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগুন্তকের প্রবেশের পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশপাশি নবান্নে কর্তব্যরত কর্মীদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবান্নে স্মার্ট গেট বসানোর সিদ্ধান্তও ওই ঘটনার জেরেই বলে অনেকে মনে করছেন। 

Comments are closed.