নির্বাচন কমিশন আপনার হাতে মানে যা খুশি করবেন! ‘২৬’ পর্যন্ত সময় ছিল; সর্ব ভারতীয় তকমা হারানো নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর 

দলের সর্ব ভারতীয় তকমা হারানো ইস্যুতে এবার বিজেপিকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। সেই সঙ্গে দাবি করেন, নিয়ম না মেনেই সর্ব ভারতীয় তকমা সরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী, কোনও দলের সর্ব ভারতীয় কিনা তা ১০ বছর অন্তর রিভিউ হয়। ২০১৬ সালে শেষবার রিভিউ করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, আমাদের ২০২৬ সাল পর্যন্ত সময় পাওয়ার কথা। এরপরেই মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র কটাক্ষ শানিয়ে বলেন, নির্বাচন কমিশন আপনার হাতে বলে যা খুশি তাই করবেন? সেই সঙ্গে তাঁর সংযোজন, তৃণমূল সর্ব ভারতীয় দল ছিল, আছে থাকবে। 

এদিন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সিঙ্গুরে জনসভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, দলের সর্বভারতীয় তকমা ধরে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে অনুরোধ করে ছিলেন মমতা ব্যানার্জি। এদিন তার উত্তরে বিজেপি বিধায়ককে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ-এর সুরে বলেন, আমি অমিত শাহকে ফোন করেছি, এই দাবি যদি সত্যি হয়, তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। তারপরেই নাম না করে বিরোধী নেতাকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, একজন ভুঁইফোড় বিরোধী দলনেতা যা খুশি বলছেন, পরিকল্পনামাফিক মিথ্যে অভিযোগ ছড়ানো হচ্ছে। 

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }