দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে রাজ্য গুলিকে আগাম অক্সিজেন মজুত করার ব্যাপারে তৎপর হতে বলল কেন্দ্র

করোনার তৃতীয় ঢেউয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম। কিন্তু যেইভাবে কোভিড সংক্রমিতের সংখ্যা বাড়ছে তাতে রাজ্যগুলিকে এখন থেকেই প্রস্তুত হতে বলল কেন্দ্র।

মেডিক্যাল অক্সিজেন মজুত করার ব্যাপারে তৎপর হতে বলল কেন্দ্র। রাজ্যকে মোট ১১টি বিষয়ে সতর্ক করেছে কেন্দ্র। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল অনেকের। হাসপাতালগুলিতে বেড পাওয়া যাচ্ছিল না। তাই এখন দেশজুড়ে চলতে থাকা করোনার সুনামিতে রাজ্যগুলিকে আগাম সতর্ক করল কেন্দ্র।

বুধবার রাজ্য সরকারকে লেখা একটি চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, হাসপাতাল, নার্সিংহোম এবং চিকিৎসা কেন্দ্রে লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন মজুত রাখতে হবে। অক্সিজেন প্ল্যান্ট গুলি যাতে চালু থাকে তার ব্যবস্থা করতে হবে। ফাঁকা অক্সিজেন সিলিন্ডারে দ্রুত অক্সিজেন ভরার ব্যবস্থা করতে হবে। ভেন্টিলেটরস, বাইপ্যাপ, এসপিওটু সিস্টেমের মতো জীবনদায়ী মেডিক্যাল যন্ত্রপাতি যেন সহজে পাওয়া যায় সেই ব্যবস্থা করে রাখতে হবে। অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দেশের স্বাস্থ্য মন্ত্রক এবং পেশাগত দক্ষতা সংক্রান্ত মন্ত্রক ইতিমধ্যেই অক্সিজেন প্ল্যান্টের কর্মীদের জন্য ১০ ঘণ্টার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। অক্সিজেন কন্ট্রোল রুম তৈরি করার কথা বলা হয়েছে। যাতে, অক্সিজেন সংক্রান্ত যেকোনও সমস্যার জলদি সমাধান করা যায়।

Comments are closed.