অক্সিজেন সঙ্কট মেটাতে এগিয়ে এল বেহালা গুরুদ্বার, খুলে দিল ফ্রি অক্সিজেন লঙ্গর

আমরা এখন বাঁচা-মরার মাঝে দাঁড়িয়ে। এই মুহূর্তে যা আমাদের সবথেকে বড় দরকার তা হল একসঙ্গে লড়াই করা। রাজনৈতিক, ধর্মীয়, পারস্পরিক দ্বন্দ্বের থেকেও সবার উপরে মানুষের জীবন আর একটু সহানুভূতি। মানুষ মানুষের জন্য এই ব্রতকে সামনে রেখে এবার এগিয়ে এল বেহালা গুরুদ্বার। কলকাতা জুড়ে অক্সিজেন সঙ্কট মেটাতে তারা খুললো অক্সিজেনের লঙ্গর। যে কোনও ধর্মের মানুষ এখানে স্বাগত। শুধু প্রেসক্রিপশন সঙ্গে আনতে হবে।

চারিদিকে যখন অক্সিজেনের হাহাকার, তখন গুরুদ্বারের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। আর শুরু থেকে ভালো সাড়া মিলছে বলে জানা গেছে। দিনে ২০ থেকে ২২ জন কোভিড রোগী এখানে এসে অক্সিজেন নিয়েছেন।

একসঙ্গে ২৫ জন রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছে বেহালা গুরুদ্বার প্রবন্ধক কমিটি ও আইআইএইচএ ফাউন্ডেশন। মজুত রাখা হয়েছে ৫টি পোর্টেবল অক্সিজেন কন্সেন্ট্রেটর। কোনও রোগী যদি হেঁটে লঙ্গরখানায় আসতে না পারেন তখন গাড়িতে তাঁদের অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য মজুত করা হয়েছে পোর্টেবল অক্সিজেন কন্সেন্ট্রেটর। যে সব রোগীরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করেছেন গুরুদ্বার।

এর আগেও একাধিক মানবিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে বেহালা গুরুদ্বার। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া থেকে শুরু করে আমফান সব ক্ষেত্রেই মানুষের পাশে দাড়িয়েছে তারা। এবার করোনাকালে স্বস্তির খবর দিল বেহালা গুরুদ্বার প্রবন্ধক কমিটি ও আইআইএইচএ ফাউন্ডেশন।

গুরুদ্বার কমিটি জানিয়েছে, ভবিষ্যতে রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই বিষয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের সঙ্গেও কথা শুরু করেছে কমিটি।

Comments are closed.