সারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চেয়ে কুণালের লেখা চিঠির জবাব দিল PMO

সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে তদন্তের দাবি জানিয়ে কুণাল ঘোষের লেখার চিঠির জবাব দিল PMO। সুদীপ্ত সেন জেলা বন্দি থাকাকালীন কোর্টকে একটি চিঠি লেখেন, যাতে অন্যান্য ব্যক্তির সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের নাম ছিল।  সুদীপ্ত সেনের লেখা এই দ্বিতীয় চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। কুণালের চিঠির প্রাপ্তি স্বীকার করে আগেই জবাব দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার তাঁর চিঠির জবাব দিল প্রধানমন্ত্রীর অফিস।     

তৃণমূল মুখপাত্র দাবি করেন, আমার অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর যে প্রতিক্রিয়া দিয়েছে, তা নিছকই প্রাপ্তি স্বীকার নয়। তাঁর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আগেই চিঠির জবাব পেয়েছি। এবার প্রধানমন্ত্রীর দফতর ‘বেশ কিছুটা এগিয়ে প্রতিক্রিয়া দিয়েছে’। PMO থেকে জানানো হয়েছে, আমার অভিযোগ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে, তারা তদন্ত করে  দেখবে বিষয়টি। 

কুণাল ঘোষ বলেন, সুদীপ্ত সেনের দ্বিতীয় চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে সারদা কর্তার কাছ থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। আশা করি সারদা চিট ফান্ড কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভূমিকা খতিয়ে দেখা হবে। কুণালের কটাক্ষ, উনি বিজেপিতে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে যে ওনার বিরুদ্ধে সিবিআই কোনও পদক্ষেপ নেবে না, তাতো হতে পারে না।     

Comments are closed.