গত বছর আরএসএসের অনুষ্ঠানে গিয়েছিলেন, প্রণব মুখোপাধ্যায়কে ভারত রত্ন দিল সরকার

আরএসএস এবং ভারতীয় জন সংঘের প্রয়াত নেতা, প্রাক্তন সাংসদ নানাজী দেশমুখ, প্রয়াত বিজেপি নেতা, গায়ক ভূপেন হাজারিকা এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও গত বছর আরএসএসের সদর দফতর নাগপুরের অনুষ্ঠানে যোগ দেওয়া প্রণব মুখোপাধ্যায় ভারত রত্ন পেলেন। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নানাজী দেশমুখ, ভূপেন হাজারিক এবং প্রণব মুখোপাধ্যায়ের নাম দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন পুরস্কারের জন্য ঘোষণা করেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী ট্যুইট করে প্রণববাবুকে অভিনন্দন জানান। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, প্রণব মুখোপাধ্যায় এই সময়ের একজন জাতীয় নেতা।
নানাজী দেশমুখ কম বয়সেই আরএসএসের সঙ্গে যুক্ত হন। ভারতীয় জন সংঘের উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। আরএসএস প্রচারক হিসেবে নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে লোকসভার সদস্য হন। পরে রাজ্যসভারও সাংসদ হয়েছিলেন। অসমের গায়ক ভূপেন হাজারিকা প্রত্যক্ষভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। দু’জনকে মরনোত্তর ভারত রত্ন দেওয়া হল। কংগ্রেস নেতা এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত বছরই আরএসএসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যা নিয়ে বিতর্কও হয় সেই সময়। তার এক বছরের মধ্যেই প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দিল বিজেপি সরকার।

Comments are closed.