বিহারের রাজ্যপাল কি হাতের পুতুল? বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্ন নিয়ে তীব্র বিতর্ক

রবিবার ছিল বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসির মেইনস পরীক্ষা। সেই পরীক্ষায় একটি প্রশ্ন ঘিরে এখন উত্তাল বিহার। মেইনসের জেনারেল স্টাডিজের দ্বিতীয় পত্রের দ্বিতীয় প্রশ্ন ছিল, ‘বিহারের পটভূমিকায় রাজ্যপালের ভূমিকা পর্যালোচনা করো। তিনি কি হাতের পুতুল?’
পরীক্ষার্থীদের কথায় শুধু এই প্রশ্নই নয়, এরকম একাধিক বিতর্কিত প্রশ্নে পরীক্ষার্থীদের মতামত ও ভাবনা ব্যাখ্যা করতে বলা হয়। এমন প্রশ্নপত্র নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। বিহারের শাসক ও বিরোধী, উভয় দলের নেতারাই প্রশ্নপত্রের তীব্র নিন্দা করেছেন। রাজ্যের জল সম্পদ মন্ত্রী সঞ্জয় ঝা বলেন, এরকম বিতর্কিত প্রশ্ন কোনও পরীক্ষাতেই করা উচিত নয়। এই প্রশ্নকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্রর মতে, এমন প্রশ্ন করে রাজ্যপালের মতো সাংবিধানিক পদকে অসম্মান করা হয়েছে। যিনি বা যাঁরা এই প্রশ্নপত্র তৈরি করেছেন তাঁদের জবাবদিহির দাবি জানিয়েছেন আরজেডি বিধায়ক। মনে হচ্ছে কোনও মূর্খ প্রশ্ন তৈরি করেছে, কটাক্ষ তাঁর।
যদিও, বিপিএসসির পরীক্ষা নিয়ামক অমরেন্দ্র কুমার এই ধরণের প্রশ্নে কোনও সমস্যা রয়েছে বলে মনে করেন না। উল্টে তাঁর দাবি, এইরকম প্রশ্ন আগেও বিপিএসসি পরীক্ষায় এসেছে। পরে অবশ্য চাপের মুখে ড্যামেজ কন্ট্রোলে নামে বিপিএসসি কর্তৃপক্ষ।একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রাজ্যপালের ভূমিকা নিয়ে এমন প্রশ্ন যিনি বা যাঁরা তৈরি করেছেন, তাঁর কাছে এর ব্যাখ্যা তলব করা হবে। পরবর্তীতে ওই ব্যক্তিদের দিয়ে প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments are closed.