বৃষ্টির জেরে রেল লাইনে ধস, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল 

সারারাত বৃষ্টি, আর তাতে করেই শিয়ালদহ-বনগাঁ শাখার মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইনে ধসে বসে গিয়েছে ট্র্যাক। যার জেরে ব্যাহত ট্রেন পরিষেবা। অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা।

আপ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও ডাউন লাইনে ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে। তবে লাইন মেরামতির কাজ শুরু হলে ডাউন লাইনেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।

পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। পৌনে ১০ টা নাগাদ রেলের তরফে জানানো হয়েছে দ্রুত পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে। তবে পরিস্থিতি আবার কখন স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, লাগাতার বৃষ্টির জেরে মাঝে মাঝেই রেল লাইন বসে যাচ্ছে। বার বার এরকম ঘটনা হওয়ায় সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা। এরকম ঘটনা কেন বার বার হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে।

Comments are closed.