শহরবাসীর জন্য সুখবর, ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু মার্চেই 

দীর্ঘ দিনের অপেক্ষার অবসান। চলতি বছরের মার্চ মাসেই ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই খবর। 

জানা গিয়েছে, বুধবার মেট্রো রেলের পর্যালোচনা বৈঠকে নতুন রুটে মেট্রো চলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, মাঝেরহাট পর্যন্ত মেট্রোর কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। এই কাজ সম্পূর্ণ হলেই নতুম রুটে মেট্রো পরিষেবা চালু হবে। যার ফলে যাত্রীদের অনেকটাই ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে। 

২০২২ এর শুরুতেই এই রুটে অগ্নি সংক্রান্ত সুরক্ষার ছাড়পত্র মিলেছে। তখনই মনে করা হচ্ছিল মেট্রো শুরু শুধু সময়ের অপেক্ষা। এখন সেক্টর ফাইভ থেকে সরাসরি শিয়ালদা যাওয়া আরও সহজ হবে। সূত্রের খবর, শিয়ালদা পর্যন্ত মেট্রো চালুর প্রায় সব কাজই শেষ হয়ে গিয়েছে। এখন শুধু মাত্র সেফটি কমিশনারের সবুজ সঙ্কেতের অপেক্ষা। 

উল্লেখ, মাঝেরহাট থেকে ধর্মতলায় মেট্রো চালু হওয়ার পথে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। মূলত নিকাশি ব্যবস্থা এবং জলের পাইপ লাইন সংক্রান্ত সমস্যা রয়েছে বলে খবর। ১৬ ফেব্রুয়ারি পুরসভার সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের এ নিয়ে বৈঠক হওয়ার কথা। 

Comments are closed.