স্মার্ট কার্ড-টোকেন নয়, এই রুটের মেট্রোতে চড়তে হলে কাটতে হবে কাগজের টিকিট 

মেট্রোতে চড়তে গেলে স্মার্ট কার্ড বা টোকেন অবশ্যই প্রয়োজন। তবে নতুন চালু হওয়া এই রুটের মেট্রোতে তার আর প্রয়োজন পড়বে না। কাগজের টিকিট কাটলেই হবে। জোকা-তারতলা মেট্রোর জন্য আপাতত তেমনটাই ব্যবস্থা করা হচ্ছে বলে মেট্রো রেল সূত্রে খবর। 

জানা গিয়েছে, এই রুটের মেট্রোর জন্য এখনও স্মার্ট গেট এসেই পৌঁছাই নেই। কোরিয়া থেকে এই স্মার্ট গেট আসার কথা। জানা গিয়েছে, সেগুলোকে এখনও জাহাজেই তোলা হয়নি। তার ওপর গেটগুলো আসার পর তা ইন্টসল করতেও সময় লাগবে। এবং সেটা বেশ অনেক দিনের ব্যাপার। তাই মেট্রোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত কাগজের টিকিট কেটেই যাত্রীরা মেট্রিতে উঠতে পারবেন। 

আপাতত ছটি স্টেশনে মেট্রো চলবে। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, এবং তারতলা। আপাতত ওয়ান লাইন মেট্রো চলবে। অর্থাৎ যে পথে ট্রেনটি যাবে, সে পথেই ফিরে আসবে। ফলে এই রুটে মেট্রো মিলবেও একটু দেরি করে। একটি ট্রেনের পর ২০ মিনিট অপেক্ষা করতে হবে পরবর্তী ট্রেনের জন্য। 

Comments are closed.