খুচরো দিতে সমস্যা হচ্ছে! স্মার্ট কার্ডের দাম বাড়াচ্ছে মেট্রো

ছিল ১২০ হল ১৫০। একধাক্কায় ৩০ টাকা দাম বাড়ল মেট্রোর স্মার্ট কার্ডের। যদিও মেট্রোর দাবি, দাম বাড়লেও যাত্রীরা এতে উপকৃতই হবেন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১ জুন থেকে নতুন এই দাম কার্যকর হবে। 

আগে মেট্রোর স্মার্ট কার্ড কেনার জন্য ১২০ টাকা দিতে হতো যাত্রীদের। নতুন নিয়মে যাত্রীদের দিতে হবে ১৫০ টাকা। তবে আগে যেমন ৮০ টাকা জমা রাখাতে হতো, এখনও মেট্রোর কাছে সেই ৮০ টাকাই ডিপোজিট রাখতে হবে। ১২০ টাকার ক্ষেত্রে যাত্রীরা ভাড়া বাবদ ব্যবহারের জন্য পেতেন ৪৪ টাকা। ৪০ টাকার ওপর ১০% অতিরিক্ত মূল্য দেওয়া হত। নতুন স্মার্ট কার্ডের দামে ব্যবহার্য টাকার পরিমাণ বেড়ে হচ্ছে ৭৭ টাকা। ৩০ টাকা বেশি দাম দিয়ে যাত্রীরা ৩৩ টাকার সুবিধা পাবেন। 

তবে হঠাৎ এই দাম বৃদ্ধির কারণ কী? মেট্রোর তরফে জানানো হয়েছে, ১২০ টাকায় স্মার্ট কার্ড কিনলে যাত্রীদের খুচরো দিতে অনেক সময় অসুবিধা হত। কার্ডের দাম ১৫০ টাকা বাড়ায় সেই সমস্যা অনেকটা দূর হবে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। 

Comments are closed.