কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব! নাম প্রস্তাব  সুপ্রিম কোর্টের কলেজিয়ামের 

কেন্দ্রের আপত্তি না থাকলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। জানা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে কলেজিয়াম কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস শ্রীবাস্তবের নাম সুপারিশ করছে। 

জানা গিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম মোট আটজন বিচারপতিকে বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে।  এছাড়াও ২৮ জন বিচারপতিকে বিভিন্ন হাইকোর্টে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। 

কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি করা হতে পারে। উল্লেখ্য, বিচারপতি বিন্দল তাঁর কয়েকটি রায়ের জন্য বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিমদের জামিনের নির্দেশ খারিজ করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। যেভাবে শুধু সিবিআইয়ের বক্তব্য শুনে তড়িঘড়ি নিম্ন আদালতের জামিনের নির্দেশ খারিজ করেছিলেন তা নিয়ে শাসক দলের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বদলি চেয়ে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এন ভি রামনকে চিঠিও লেখেন। 

এদিকে আইনজীবীদের একাংশের বক্তব্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে জাস্টিস বিন্দল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়ে এসেছিলেন। সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন, তার আগে রাজেশ বিন্দলের এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হয়ে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।  

Comments are closed.