ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে ফের পদক

টোকিও অলিম্পিক্সে ফের পদক জয় ভারতের। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু। আর এরপরেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন পিভি সিন্ধু। সিন্ধুর আগে কুস্তিতে সুশীল কুমার অলিম্পিক্সে জোড়া পদক এনে দিয়েছিলেন দেশকে।

সেমিফাইনালে বিশ্বের একনম্বর তারকা তাই জু–র কাছে হেরে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু ব্রোঞ্জ জয়ের আশা ছিল তাঁর। ব্রোঞ্জের লড়াইয়ের সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হে বিং জিয়াও। রবিবার চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে দেন সিন্ধু। এরপরেই টুইট জুড়ে শুভেচ্ছার জোয়ারে ভাসেন সিন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, টোকিও অলিম্পিক্স থেকে রুপো জিতে ফেরা ভারোত্তোলক মীরাবাঈ চানু শুভেচ্ছা জানান সিন্ধুকে। শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মোদী টুইট করে জানিয়েছেন, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের জন্য শুভেচ্ছা। আমাদের দেশের গর্ব সিন্ধু, অসাধারণ অলিম্পিয়ানদের মধ্যে একজন।

 

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেছেন, দেশের প্রথম মহিলা হিসাবে পরপর দুটি অলিম্পক্সে পদক জিতলেন সিন্ধু। ভারতকে গৌরব এনে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন।

তোমার উচ্চাশা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা সকলকে অনুপ্রেণিত করবে। তোমার জন্য গর্বিত বোধ করছি। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জি।

উল্লেখ্য, পিভি সিন্ধু ২০১৬ রিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিলেন।

Comments are closed.