দুর্ঘটনা বন্ধে কড়া হচ্ছে ট্রাফিক আইন, জরিমানার পরিমাণ প্রচুর বৃদ্ধির সুপারিশ কেন্দ্রের বিলে

সোমবার মোটর ভেহিকেলস আইনের সংশোধনী বিল পেশ করা হল সাংসদে। আরও কড়া হচ্ছে ট্রাফিক আইন। বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণও। সংশোধনী বিলে বিলের আওতায় আনা হয়েছে ওলা, উবেরের মতো অ্যাপ চালিত ট্যাক্সি পরিষেবাকেও।
কেন্দ্রের প্রস্তাবিত নতুন বিলে বিনা হেলমেটে বাইক চালালে দিতে হবে ১ হাজার টাকা জরিমানা, সেই সঙ্গে ৩ মাসের জন্য বাজেয়াপ্ত হতে পারে ড্রাইভিং লাইসেন্স। বর্তমানে এই জরিমানা ১০০ টাকা।
অন্যদিকে, বিনা লাইসেন্সে গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে সংশোধিত বিলে। মত্ত অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। খেসারত দিতে হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বেপরোয়া গতির জন্য খেসারত দিতে হতে পারে ৪০০ টাকা। লাইসেন্স নীতি না মানলে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
কোনও নাবালক গাড়ি চালালে সেই গাড়ির মালিককে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অন্যথায় ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।
সিগনাল না মানলে ১০০ টাকা জরিমানা। কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে তর্কে জড়ালে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এছাড়া, জরুরি পরিষেবার গাড়ি না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে মোটর ভেহিকেলস আইনের সংশোধনী বিলে।
পাশাপাশি, গাড়িতে অতিরিক্ত মালবহনের ক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পথ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ বৃদ্ধিরও প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে।

Comments are closed.