করোনায় মৃতের দেহ নদীতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, প্রশ্নের মুখে যোগীরাজ্য

প্রবল বৃষ্টি। দু হাত দূরে স্পষ্ট দেখা যাচ্ছে না। এমন সময় দেখা গেল, প্লাস্টিকে মোড়া মৃতদেহ নদীতে ছুঁড়ে ফেলছেন পিপিই কিট পরা দুই ব্যক্তি। রবিবার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ঘটনাস্থল উত্তরপ্রদেশ।

কয়েকদিন আগেই গঙ্গায় মৃতদেহ ভেসে থাকার দৃশ্য দেখা গিয়েছিল উত্তরপ্রদেশে। নদীর বালুচরে কবরের ছবিও পুরনো হয়নি। এর মধ্যেই নদীতে করোনা সংক্রমিত হয়ে মৃতদের ছুড়ে ফেলার দৃশ্য ধরা পড়ল যোগী রাজ্যে।

জানা গিয়েছে, ঘটনাটি শুক্রবার উত্তরপ্রদেশের বলরামপুর জেলার। ভিডিওতে দেখা গেছে, সেতু থেকে রাপতি নদীতে ওই মৃতদেহ ছুঁড়ে ফেলছেন পিপিই পরা দু’জন। গাড়ি নিয়ে সেতু দিয়ে যাওয়ার সময় ওই ভিডিওটি করেন এক ব্যক্তি। টুইটারে তিনি পোস্ট করেন সেই ভিডিও।

ভিডিও প্রকাশ্যে আসার পরই প্ৰশ্ন উঠতে থাকে ওই মৃতদেহ কি আদৌ কোভিড সংক্রমিতের? কিন্তু পরে বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিবি সিংহ জানান সেটি করোনা সংক্রমিতের মৃতদেহ ছিল। মৃতের পরিবারের সদস্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই রোগীকে। ২৮ মে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

Comments are closed.