হালিশহরের পর অশোকনগর, মুহূর্তের টর্নেডোয় তছনছ বাড়ি ঘর

ঝড়ের প্রকোপ পড়েছে বারাকপুরের একাংশেও

যশের আগেও টর্নেডো। যশের পরেও টর্নেডো! বাংলায় ঘূর্ণিঝড় যশের দাপট যেন থামতেই চাইছে না। বৃহস্পতিবার সকালে ঠিক হালিশহরের মতোই উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় চলল টর্নেডোর তাণ্ডব। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড অন্তত ৮-১০ টি বাড়ি। উড়ে গেছে বহু বাড়ির চাল।

বৃহস্পতিবার সকালে অশোকনগর পুরসভার ২২ নং ওয়ার্ডের শক্তিনগর এলাকায় আচমকা আকাশ কালো করে আসে। এরপর দেখা যায় ফাঁকা জায়গায় গোল গোল পাঁক খেয়ে ধেঁয়ে আসছে টর্নেডো। আদল অনেকটাই হাতির শুঁড়ের মতো।

সূত্রের খবর, অশোকনগর বিধানসভার ১৪ নম্বর, ১৫ নম্বর, ২২ নম্বর সোমলক্ষ্মী কলোনি ও গুমার একাংশে ধ্বংসলীলা চালিয়েছে টর্নেডো। ঝড়ের প্রকোপ পড়েছে বারাকপুরের একাংশেও।

অশোকনগরের পাশাপাশি নদিয়ার শান্তিপুরেও ভোর রাতে ঝড়ের তাণ্ডব চলে। মুহূর্তের ঝড়ে তছনছ নদিয়ার চাকদহ, শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। ভেঙে পড়েছে বিদ্যুৎ খুঁটি।

Comments are closed.