জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

জুলাই মাসের শেষের দিকে মাধ্যমিক এবং অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে। বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তবে এ বছর করোনার কারণে এবং পরীক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার নিয়মে কিছু হেরফের করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবেন। কেবলমাত্র আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। সময় দেড় ঘন্টা।

মাধ্যমিকে ৭ টি মূল বিষয়ে পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ১৫ টি আবশ্যিক বিষয়ে পরীক্ষা হবে। এবং উভয় ক্ষেত্রেই বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে।

Comments are closed.