পুজোর শহর ঘুরে দেখতে হুটখোলা বাস, খরচ মাত্র ৫০ টাকা; উদ্যোগে পর্যটন দফতর 

পুজোর মুখে অভিনব উদ্যোগ রাজ্যের পরিবহন দফতরের। শহর ঘুরে দেখতে থাকছে হুটখোলা বাস। মঙ্গলবারই পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় এই পরিষেবার উদ্বোধন করেন। 

আজ থেকে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে পরিষেবা শুরু হল। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ পুজোর শহর ঘুরে দেখতে চাইলে, আপনি হুটখোলা বাসে চড়তেই পারেন। জানা গিয়েছে দুটি বাস যথাক্রমে বেলা ১১ টা থেকে সন্ধ্যে ৬ টা এবং ১২টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত চলবে। বাস দুটি রবীন্দ্র সদনের উল্টো দিকে ক্যাথিড্রাল রোড থেকে ছাড়বে। এরপর ভিক্টরিয়া, প্রিন্সেপ ঘাট, সেন্ট জোন্স চার্চ, ডেকার্স লেন হয়ে বাসদুটো গিয়ে থামবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে। খরচ হবে মাথাপিছু ৫০ টাকা। তবে অগ্রিম টিকিট কাটার ব্যবস্থা নেই। বাস যেখান থেকে ছাড়বে সেখানে এসেই টিকিট কাটতে হবে। 

প্রসঙ্গত লন্ডন সহ বিশ্বের বেশ কয়েকটি শহরে পর্যটকদের জন্য এরকম পরিষেবা রয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতাতেও এই পরিষেবা চালু হয়েছিল। মাঝে দু’বছর বন্ধ থাকার পর ফের তা শুরু হল । জানা গিয়েছে, ভবিষ্যতে পর্যটকদের কথা ভেবে এই পরিষেবা নিয়মিত করা হবে। 

Comments are closed.