ক্রমেই ভয়াবহ করোনার থাবা, হাওড়া-শিয়ালদহ মিলে বাতিল ৫২ টি ট্রেন

করোনার প্রভাব পড়েছে কলকাতার মেট্রো পরিষেবায়

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। করোনার জেরে গত সপ্তাহ থেকেই শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিল হচ্ছিল। শুক্রবার হাওড়া-শিয়ালদহ দুই স্টেশন থেকে সাকুল্যে বাতিল হল ৫২ টি ট্রেন। চলেনি ১৬ টি প্যাসেঞ্জার ট্রেনও।

পূর্ব রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫২ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একের পর এক চালক ও গার্ড করোনা সংক্রমিত হওয়ায় রোজই ট্রেন বাতিল করতে হয়েছে। এতদিন পর্যন্ত হাওড়া শাখায় বড় সংখ্যায় ট্রেন বাতিলের খবর না এলেও গত দু’দিন ধরে ট্রেন বাতিল করতে হয়েছে।

অন্যদিকে করোনার প্রভাব পড়েছে কলকাতার মেট্রো পরিষেবায়। রাজ্যে সংক্রমণ যে হারে বেড়ে চলেছে, তাতে মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। আপ এবং ডাউন, উভয় রুটের জন্য নির্ধারিত সময়সূচিও পাল্টানো হচ্ছে। আগামী ২৬ এপ্রিল থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফ থেকে। সোমবার থেকে শুক্রবার চলবে ২৩৮টি রেক। এবং শনিবার চলবে ২১৮টি। রবিবার ১০০টি।

সূত্রের খবর, একাধিক চালক করোনায় সংক্রমিত হওয়ায় এই নয়া নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কতৃপক্ষ। এছাড়াও করোনা সংক্রমণ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছাড়ানোর কারণে যাত্রী সংখ্যাও অনেক কমেছে বলে জানিয়েছে মেট্রো রেল।

Comments are closed.