ইনহাউস বৈঠকের লাইভ টেলিকাস্ট, মোদীর তিরস্কার কেজরিওয়ালকে

প্রধানমন্ত্রীর ধমকের জবাবে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন দিল্লির মুখ্যমন্ত্রী

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা আকাশ ছোঁয়া। এই অতিমারি পরিস্থিতিতে দেশের করোনা প্রভাবিত ১০ টি রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে মোদীর কাছে মৃদু ধমক খেতে হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

প্রধানমন্ত্রীর ধমকের জবাবে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন দিল্লির মুখ্যমন্ত্রী।

বৈঠক চলাকালীন সেই বৈঠক সরাসরি সম্প্রচার করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর তার জেরেই মৃদু ভর্ৎসনা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, কোনও ইনহাউস বৈঠকের এভাবে জনসমক্ষে সরাসরি সম্প্রচার করা প্রোটোকল বিরুদ্ধ। এই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের খেয়াল রাখা উচিত।

মোদীর এই মন্তব্যের জবাবে সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন কেজরীবাল। বলেন, ভবিষতে এ বিষয় নিয়ে তিনি সচেতন থাকবেন। সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমার দ্বারা কোনও ভুল হয়ে থাকলে আমি দুঃখিত। কোনও কঠোর শব্দ বলে থাকলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি কেজরিওয়ালের প্রতিশ্রুতি, বৈঠক প্রধানমন্ত্রীর বলা কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে পরে বিবৃতি দিয়ে জানানো হয়, ওই নিদির্ষ্ট বৈঠক সম্প্রচার করা যাবে না, এরকম কোনও নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে আসেনি। অতীতে এই ধরনের বৈঠক টিভিতে লাইভ দেখানো হয়েছে। বিবৃতি ফের একবার ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর দফতর থেকে।

Comments are closed.