এবার ভুটানও যান ট্রেনে চেপে, তোড়জোড় শুরু করল দুই দেশের সরকার 

নেপালে ট্রেনে যাওয়া নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই ভ্রমণ প্রেমীদের জন্য চলে এল আরও একটি খুশির খবর।নেপালের পর ভুটানও যাওয়া যাবে ট্রেনে। সম্প্রতি তেমনটাই খবর মিলেছে। খুব শীঘ্রই রেলের তরফে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 

রেল পথে ভারত ভুটান যোগাযোগের চুক্তি অনেক আগেই হয়েছিল। ২০০৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই কাজই শুরু হতে চলেছে। চুক্তিতে মোট ৫ টি রুটের কথা উল্লেখ করা হলেও, প্রাথমিক ভাবে একটি রুটে ট্রেন চালু হবে বলে খবর। অসমের কোকড়াঝোড় থেকে ভুটানের গেলুফ পর্যন্ত ৫৭.৫ কিমি পথে লাইন পাতার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে খবর। উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলকে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।  

ভারতের অংশে ট্রেন পথ সমতলের ওপরে থাকলেও ভুটানে প্রবেশ করলে তা যাবে পাহাড়ের মধ্যে দিয়ে। গোটা পথ জুড়েই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। নিঃসন্দেহে যা একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। 

উল্লেখ্য করোনাকালে বন্ধ থাকার পর সম্প্রতি ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস চালু হয়েছে। এর মধ্যেই ট্রেনে নেপালে যাওয়ার প্যাকেজ ঘোষণা করেছে IRCTC, আর এবার ভুটানে যাওয়ার জন্যও ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। 

Comments are closed.