এন আর এস হাসপাতালে চালু হচ্ছে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্র, প্রসূতি মৃত্যুর হার কমাতে নয়া উদ্যোগ

চলতি বছরের শেষেই এনআরএসে চালু হচ্ছে রাজ্যের প্রথম ধাত্রীবিদ্যা প্রশিক্ষণকেন্দ্র। আগে নার্সিং প্রশিক্ষণের সঙ্গে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ দেওয়া হত। কিন্তু এবার আলাদা ভাবে এই কোর্স করানো হবে।

ধাত্রীবিদ্যা হল প্রসব এবং প্রসবোত্তর সময়ের উপর বিশেষ অধ্যয়ন। এটি মেডিকেল স্পেশালিটি হিসাবে প্রসূতিবিদ্যা এবং গাইনোকোলজি নামে পরিচিত। এটি প্রাকৃতিক এবং অস্ত্রোপচার উভয় ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। রাজ্যে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের সময় দেড় বছর। এরমধ্যে একবছর হাসপাতালে প্রশিক্ষণ দেওয়া হবে। বাকি ছমাস নিজেদের এলাকায় গিয়ে কর্মস্থলে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসবের সময় পুরো বিষয়টি পরিচালনা করতে পারবেন প্রশিক্ষকরা।

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, রাজ্যে প্রথম এনআরএস হাসপাতালে এই প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। রাজ্যে শিশু মৃত্যু কেন্দ্র করে একাধিকবার উঠে আসেছে। শুধুমাত্র ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দেওয়ার ফলে আগামীদিনে প্রসবের সময় কোনও সমস্যা হলে সমাধান সূত্র খুব দ্রুত বেরিয়ে আনতে পারবেন প্রশিক্ষকরা। এন আর এস হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই রাজ্যে এই প্রথম ধাত্রীবিদ্যা প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষণে প্রতিটি ব্যাচে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Comments are closed.