লক্ষ্য ২১ জুলাই; প্রচারে উত্তরবঙ্গ যাচ্ছেন অভিষেক 

২১ জুলাইয়ের সমাবেশ যাতে উত্তরবঙ্গ এবং জঙ্গল মহল থেকে বেশি পরিমাণ মানুষ যোগ দেন, তা নিয়ে প্রস্তুতি বৈঠকেই আলোচনা হয়েছিল। উত্তরবঙ্গের মানুষকে আরও বেশি করে ২১ জুলাইয়ের ময়দানে হাজির করতে এবার উদ্যোগ নিচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ২১ জুলাইয়ের প্রচারে নিজে উত্তরবঙ্গে সফর যাচ্ছেন। তৃণমূল সূত্রে এমনটাই খবর। 

জানা গিয়েছে, আগামী ১২ জুলাই উত্তরবঙ্গ যাচ্ছেন অভিষেক। সেখানে কর্মীদের সঙ্গে বৈঠকের পাশপাশি বেশ কয়েকটি জনসভাও করবেন বলে খবর। ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার যাবেন তিনি। প্রত্যেক জায়গাতেই কর্মীসভা করবেন। 

২১ জুলাই তৃণমূলের জন্য একটি বিশেষ দিন। মাঝে করোনাকালে ভার্চুয়ালি পালন করা হয়েছে। সেদিক থেকে এই বার ফের সবাই একত্রিত হবে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় অভিষেক ব্যানার্জি আগেই জানিয়েছেন, সমাবেশের নামে কোনও রকমের টাকা তোলা যাবে না। কোনও নেতা কর্মীরা বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলে দল তৎক্ষণাৎ তাঁকে বহিষ্কার করবে। এই আবহে উত্তরবঙ্গ সফরে গিয়ে অভিষেক ব্যানার্জি কী বার্তা দেন এখন সেটাই দেখার। 

Comments are closed.