দিনহাটায় জয়ী তৃণমূল প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বুথেও পরাজিত বিজেপি

দিনহাটায় জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ১লক্ষ ৬৩ হাজার ৭ ভোটে জয়ী হলেন উদয়ন। একুশের বিধানসভা ভোটে মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। উল্লেখ্যযোগ্য বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেও ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী। অমিত শাহের ডেপুটির বুথে তৃণমূল প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৬০, ওই বুথে বিজেপি পেয়েছে ৯৫ টি ভোট।

একই সঙ্গে দিনহাটায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মন্ডলের বুথেও জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এখনও সামান্য গণনা বাকি রয়েছে। তার আগেই উদয়ন গুহকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে।

উদয়ন গুহ জানান, বিধানসভা ভোটে সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলাম। এবারে লক্ষ্য ছিল ১ লক্ষ ব্যবধানে জয় পাওয়ার। সেই সঙ্গে তিনি এদিন বলেন, মানুষের এই বিপুল সমর্থন তৃণমূলের দায়িত্ব বাড়িয়েছে। এখন থেকে আরও বেশি বেশি করে মানুষের কাজ করতে হবে। নিশীথ প্রামাণিককেও এদিন তিনি কাগজের বাঘ বলে কটাক্ষ করেন।

এদিকে নিজের বুথে হার নিয়ে নিশীথ প্রামাণিককে খোঁচা দিয়েছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, নিশীথ প্রামাণিক নিজের বুথে হেরেছেন। ওই বুথেই ওনার বাড়ি। এখানে থেকে বুঝতে হবে মানুষ ওনার উপর আস্থা হারিয়েছেন। ওনার উচিত কেন্দ্রীয় মন্ত্রির পদ থেকে ইস্তফা দেওয়া।

Comments are closed.