যুদ্ধের মাঝেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন জেলেনস্কির 

বেলারুশ আলোচনায় জোট কাটেনি। বৈঠকে কী কথা হয়েছে তা নিয়ে দুপক্ষের কেউ মুখ খোলেনি। এর মধ্যেই রুশ আক্রমণ প্রতিরোধ করতে নয়া কৌশল নিল ইউক্রেন। রাশিয়াকে ঠেকাতে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য আগেই আবেদন করেছিল ইউক্রেন। আর আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই সদস্যপদ চেয়ে আবেদন পত্র সই করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি। 

মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্টের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে জেলেনস্কির সাক্ষর করার ছবিটি ট্যুইট করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন ভাবে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। আবেদন পত্র সাক্ষরের এই মুহূর্তকে ঐতিহাসিক বলে দাবি করেছে ইউক্রেন। 

উল্লেখ্য সোমবার যুদ্ধবিরতি নিয়ে বেলারুশে আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু বৈঠকে তেমন কোনও সুফল মেলেনি বলেই খবর। আলোচনা চলাকালীনই ইউক্রেনের দুটি শহর রাশিয়া কব্জা করেছে বলে জানা গিয়েছে।  এসবের মধ্যেই মঙ্গলবার ইউক্রেনে আরও সেনা পাঠিয়েছে রাশিয়া। সব মিলিয়ে ইউক্রেনের ইউরোপীয় সদস্য পদের জন্য আবেদনের জেরে যুদ্ধে নতুন মাত্রা যোগ হল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। 

Comments are closed.