রাজ্যের ৩৬ টি পুর এলাকায় অশান্তি হতে পারে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার নির্দেশ কমিশনের

রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। এর আগে ৩৬টি জায়গায় ঝামেলা হতে পারে বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন। তাই এই জায়গাগুলিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থার জন্য রাজ্য পুলিশকে অনুরোধ করেছে কমিশন।

এইসব জায়গাগুলিতে পুলিশ ছাড়াও র‍্যাফ, কম্যান্ডো, ইএফআর, এসটিএফ মোতায়েন করার কথা বলেছে কমিশন। এইসব জায়গার মধ্যে বেশি আছে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলা। তবে শুধুমাত্র ইউ দুটি জেলা নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝামেলা হতে পারে বলে মনে করছে কমিশন। তুফানগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার টাউন, ধূপগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট ও পুরাতন মালদা পুরসভা এলাকায় অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ভাটপাড়া, ব্যারাকপুর, হালিশহর, খড়দহ, বনগাঁ, গোবরডাঙা, উত্তর দমদম, নোয়াপাড়া, রিষড়া, চাঁপদানি, চুঁচুড়া, আরামবাগ পুরসভা এলাকায় অশান্তি হতে পারে।

Comments are closed.