২ মে পর্যন্ত বিজেপির ভারতী ঘোষকে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

গ্রেফতার করা যাবে না ভারতী ঘোষকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার করা যাবে না প্রাক্তন আইপিএস ভারতীকে। ডেবরা থেকে বিজেপির টিকিটে লড়াই করবেন ভারতী ঘোষ।
ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান ভারতী। তাঁর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে।

সোনা কাণ্ড সহ একাধিক অভিযোগে রাজ্য পুলিশ ভারতী ঘোষের বিরুদ্ধে ১০ টি মামলা দায়ের করে। ২০১৮ সালে বিজেপিতে যোগদান করেন বিতর্কিত আইপিএস ভারতী ঘোষ। ২০১৯ লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হন তিনি। কিন্তু তৃণমূলের দেবের কাছে হেরে যান ভারতী ঘোষ।

লোকসভা ভোটের সময় ভারতী ঘোষের বিরুদ্ধে মারধরের একটি মামলা দায়ের হয়। বিধানসভা নির্বাচনের আগে ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবী বলেন, পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের আওতায়। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

Comments are closed.