শিক্ষা দফতরের মুকুটে নয়া পালক; স্কচ পুরস্কার পাচ্ছে উৎসশ্রী পোর্টাল 

বিতর্কের মধ্যেই রাজ্যের শিক্ষা দফতরের মুকুটে নয়া পালক। স্কচ পুরস্কার পাচ্ছে শিক্ষা দফতরের উৎসশ্রী পোর্টাল। এর আগেও স্কচ পুরস্কার পেয়েছে বাংলা। এবার ফের শিক্ষা দফতরের উৎসশ্রী পোর্টালের জন্য স্কচ সিলভার পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার। 

রাজ্য সরকারের স্কুলগুলোর শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য এই পোর্টাল তৈরি করে রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষকদের বদলিতে স্বচ্ছতা আনতে এই পোর্টালের পরিকল্পনা করা হয়। উৎসশ্রী নামটি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে,  পোর্টালের মাধ্যমে আবেদন করে এখনও পর্যন্ত প্রায় ৩০ হাজার শিক্ষক শিক্ষিকা বদলি পেয়েছেন। এবার সেই কাজের জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে ফের একবার পুরস্কৃত হল রাজ্য সরকার।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিগত কয়েকমাস ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। কাঠগড়ায় রাজ্যের শিক্ষা দফতর। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে তাবড় তাবড় ‘হর্তাকর্তা’ বর্তমানে হয় জেলে না হয় তদন্তকারী সংস্থার হেফাজতে। এই আবহে স্কচ পুরস্কার শিক্ষা দফতরকে বেশ কিছুটা অক্সিজেন জুগিয়েছে এমনটাই অনেকে মনে করেছেন। 

Comments are closed.