বিদ্যাসাগরের মূর্তি গড়বে রাজ্যই, পাশাপাশি গড়ে উঠবে আধুনিক সংগ্রহশালা, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

উত্তর প্রদেশের সভা থেকে বিদ্যাসাগরের পঞ্চধাতুর বিশাল মূর্তি তৈরি করে দেওয়ার ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। কয়েক ঘণ্টার মধ্যে তার জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বলেছিলেন, কারও ভিক্ষে দরকার নেই বাংলার। মূর্তি গড়বে রাজ্যই। এই প্রেক্ষিতেই এবার মূর্তি গড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বললেন, বিদ্যাসাগরের মূর্তি গড়বে রাজ্য সরকারই। শুধু তাই নয়, বিদ্যাসাগরকে নিয়ে একটি আধুনিক সংগ্রহশালাও গড়ে তোলা হবে।

মূর্তি ভেঙেছে বিজেপির দুষ্কৃতীরা। এদিন ফের অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। তাঁর অভিযোগ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য বাংলার মানুষই বিজেপিকে ভোটের মধ্যে দিয়ে শাস্তি দেবেন। বিজেপিকে বিঁধে বলেন, যারা এই বর্বরোচিত কাজ করেছে তাদের যেন ক্ষমা না করে বাংলা। সেইসঙ্গে বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ ঘোষণার জন্যেও সচেষ্ট হবেন তাঁরা, বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Comments are closed.