৫ বছরে প্রথম সাংবাদিক বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী কিন্তু উত্তর দিলেন না কোনও প্রশ্নেরই

প্রথম সাংবাদিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গ্রহণ করলেন না একটিও প্রশ্ন। সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অমিত শাহ।

২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন। তারপর গোটা একটি টার্ম কাটিয়ে ভোটের শেষ দফার প্রচার শেষের প্রহর, প্রথমবার সাংবাদিক সম্মেলনে বসলেন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মনে করা হয়েছিল, সাংবাদিক বৈঠক করেন না, বহুশ্রুত এই অভিযোগের নিষ্পত্তি ঘটাবেন আজকেই। উত্তর দেবেন সাংবাদিকদের প্রশ্নর। কিন্তু কম-বেশি ৪৮ মিনিটের সাংবাদিক বৈঠকে গোটা সময় ধরে বলে গেলেন কেবল অমিত শাহ। বললেন, বিজেপি এবার মোদীর নেতৃত্বে ৩০০ আসন পাবে। কখনও বললেন, গত দেড় বছরে পশ্চিমবঙ্গেই আমাদের ৮০ জনের বেশি কর্মীর মৃত্যু হয়েছে। এর কী জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবার স্বভাবসিদ্ধভাবে কখনও আক্রমণ শানালেন গান্ধী পরিবারকে। কখনও বললেন, ম্যায় ভি চৌকিদার স্লোগান এতই জনপ্রিয়তা পেয়েছে, যে সাংবাদিকরাও নামের আগে চৌকিদার বসিয়েছেন। কিন্তু গোটা সময় ধরে একমাত্র মোদীই কিছু বললেন না। এক সাংবাদিক নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে যেতেই, তাঁকে থামিয়ে মোদী বলেন, পার্টির সভাপতি উপস্থিত থাকতে আমি কেন? সেই প্রশ্নেরও উত্তর দিলেন অমিত শাহ। কিন্তু সাংবাদিকরা প্রধানমন্ত্রীর উত্তরের জন্য বললে, অমিত শাহই বলে ওঠেন, সব প্রশ্নের উত্তরই মোদীজিকে দিতে হবে তার কোনও মানে নেই। আর প্রশ্নগুলো সব বোগাস। শেষ হল প্রধানমন্ত্রীর প্রথম সাংবাদিক বৈঠক, যার সিংহভাগ জুড়ে নির্বাক রইলেন প্রধানমন্ত্রী নিজেই।

Comments are closed.