কলকাতার রাস্তায় ছুটবে ১,১৮০ টি ই-বাস; টাটার সঙ্গে চুক্তি স্বাক্ষর পরিবহন দফতরের

কলকাতায় আগামী ২ বছরের মধ্যেই ডিজেল চালিত বাস পুরোপুরি বাতিল করা হবে। বদলে, শুধু ইলেকট্রিক এবং সিএনজি চালিত বাসই চলবে। দূষণ রোধে দীর্ঘদিন ধরেই রাজ্য পরিবহন দফতর এমনটা পরিকল্পনা করে আসছে। এবার সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। বুধবারই টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের ১,১৮০ টি ইলেকট্রিক বাসের চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০২৩-এর মধ্যেই বাসগুলো শহরের রাস্তায় চলতে শুরু করবে বলে জানা গিয়েছে। 

কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনে থাকা এনার্জি কনভার্জেন্স এনার্জি সার্ভিস লিমিটেডের মধ্যস্থতায় টাটা গোষ্ঠীর সঙ্গে এই চুক্তি করে রাজ্য পরিবহন দফতর। এদিন এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। 

 

পরিবহন দফতর সূত্রে খবর, ই-বাসগুলোর মধ্যে ৫০০ টি এসি বাস এবং ৬৮০টি নন এসি বাস। জানা গিয়েছে, আগামী দু’বছরের মধ্যে বাসগুলো দিল্লি থেকে কলকাতায় চলে আসবে। ২০২৩-এর মার্চ মাসের মধ্যেই ৫০০ টি বাস শহরের রাস্তায় চলবে বলে আশাবাদী টাটা। এক সঙ্গে এতগুলো ই-বাসের চুক্তি প্রসঙ্গে পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর দাবি করেন, এটি বিশ্বের বৃহত্তম ই-বাস চুক্তি। 

Comments are closed.