পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার, রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা

গ্রেফতার হল ভুয়ো সিবিআই অফিসার। দিনের পর দিন এই ভুয়ো সিবিআই অফিসার চাকরি দেওয়ার নাম করে নদীয়ার ধুবুলিয়া থানা এলাকার মানুষদের প্রতারণা করেছে বলে অভিযোগ।

অনির্বাণ বৈরাগ্য নামে ওই ভুয়ো অফিসারকে পলাশীপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গ্রেফতারের পর ৫ দিনের পুলিশ হেফাজতের থাকবে এই ভুয়ো সিবিআই অফিসার। অভিযোগ ওই এলাকাবাসী বিপ্লব প্রামানিকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে অগ্রিম ২০ হাজার টাকা নেয় অনির্বাণ। এরপর আরও কয়েকজনকে জোগাড় করে দিতে বলে। সেইমত নদীয়ার পাথরঘাটার বাসিন্দা বিথীকা প্রামাণিক ও বর্ধমানের আরও এক চাকরি প্রার্থীর সঙ্গে অনির্বাণের কথা বলিয়ে দেন বিল্পব। তাঁদের কাছ থেকেও ৫০০০ টাকা করে নেয় অনির্বাণ। এরপর গা ঢাকা দেয় সে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিল্পব। সেই অভিযোগের ভিত্তিতে ভুয়ো সিবিআই অফিসে অনির্বাণ বৈরাগ্য কে গ্রেফতার করে পুলিশ। এই প্রক্রিয়ার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তদন্ত করে দেখছে পুলিশ।

Comments are closed.