এবার নৈহাটি থেকে এক বাসেই সল্টলেক যাওয়া যাবে, নতুন পরিষেবা শুরু করল WBTC 

বিধাননগর পর্যন্ত ট্রেনের ভিড় সহ্য করতে হবে না, এবার নৈহাটি থেকে এক বসেই যাওয়া যাবে সল্টলেক। শনিবার থেকে নতুন বাস রুট চালু করল রাজ্য পরিবহন দফতরের WBTC.  এদিন নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক পার্থ ভৌমিক। 

এতদিন নৈহাটির বাসিন্দাদের সল্টলেকে যেতে হলে নৈহাটি থেকে ট্রেন ধরে বিধাননগরে নামতে হতো। তারপর অটো অথবা বাস। অফিস টাইমে ট্রেনের ভিড় ছিল সাংঘাতিক। নতুন বাস পরিষেবা চালু হলে সেই ভোগান্তি কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে। WBTC- এর তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে দুটি বাস ছাড়া হবে নৈহাটি থেকে। AC, এবং Non AC দুটোই থাকবে। নৈহাটি বাস টার্মিনান্স থেকে ছেড়ে বিমান বন্দর হয়ে সল্টলেক করুনাময়ী মোড় পর্যন্ত যাবে বাসগুলি। পরে যাত্রীর সংখ্যা বাড়লে আরও বাস বাড়ানো হবে বলে জানা গিয়েছে। তবে বাসের সময় নিয়ে এখনও কিছু জানানো হয়নি। WBTC তরফে জানানো হয়েছে, দু’এক দিনের মধ্যেই বাসের টাইমিং জানিয়ে দেওয়া হবে। 

এদিন বিধায়ক পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রধান অশোক চ্যাটার্জি এবং পরিবহন দফতরের অন্যান্য আধিকারিকরা। ওই অনুষ্ঠান থেকে পার্থ ভৌমিক জানান, খুব শীঘ্রই নৈহাটি থেকে সরাসরি ধর্মতলা পর্যন্তও বাস সার্ভিস চালু হবে। বর্তমানে ঘোষপাড়া রোডে রাস্তা সারাইয়ের কাজ শেষ হলেই নৈহাটি থেকে ধর্মতলা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু করবে WBTC. 

Comments are closed.