কেরলে এখনও মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেনি; বাংলায়ও বর্ষা ঢুকবে দেরিতে, আর কী জানাল হাওয়া অফিস? 

অসহনীয় গরম। বাংলা কার্যত পুড়ছে। এদিকে সময় পেরিয়ে গেলেও বর্ষার দেখা নেই। এই অবস্থায় রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন, বাংলায় কবে আসছে বর্ষা। তবে এ নিয়ে সোমবারও কোনও ইতিবাচক খবর দিতে পারল না হাওয়া অফিস।

দেশের মধ্যে প্রথম বর্ষা ঢোকে কেরলে। সাধারণত ১ জুন কেরলে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে। তবে সময় পেরিয়ে গেলেও দক্ষিণের রাজ্যে বর্ষার কোনও পূর্বাভাস নেই। আবহাওয়াবিদদের মতে, বাংলায় কবে বর্ষা ঢুকবে, তা কেরলের ওপর নির্ভর করে না। কেরলে দেরিতে বর্ষা ঢুকলেও বাংলায় তার কোনও প্রভাব পড়ে না। যদিও এদিন ভিন্ন সুর শোনা গেছে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তার গলায়। সাধারণত ৩ থেকে ৪ জুন বাংলায় বর্ষার প্রবেশ ঘটে। তবে এবার সেরকম কোনও পরিস্থিতি এখনও তৈরি হয়নি। রাজ্যের ১৪টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়ায় দফতর। আগামী ৯ জুন পর্যন্ত লু বইবে। যার জেরে বর্ষা এবারে বেশ দেরিতে ঢুকবে বলেই অনুমান করা হচ্ছে।  সব মিলিয়ে অসহ্য গরমের হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না রাজ্যবাসী।

Comments are closed.