বর্ষার মধ্যেও রোদের তেজ, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায়

বর্ষার মধ্যেও রোদের তেজ। অস্বস্তিতে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বরং রোদের তেজ বাড়বে। যদিও সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, এই বছর দক্ষিণবঙ্গে সার্বিকভাবেই বর্ষা দুর্বল।

অন্য দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবার থেকে কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি না হলেও পশ্চিমের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার হালকা বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়।

Comments are closed.