দুয়ারে শীত, তাপমাত্রা নামল আরও ১ ডিগ্রি, কয়েক দিনেই জাঁকিয়ে ঠান্ডা! 

শীত প্রায় এসেই পড়েছে। শহরের আবহাওয়া অন্তত তাই ইঙ্গিত দিচ্ছে। সপ্তাহের শুরুতেই ১ ডিগ্রি কমল তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম ছিল। শহরতলীর তাপমাত্রার পতনও জানান দিচ্ছে, আর কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। 

হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। জানা গিয়েছে, আগামী তিন দিন এরকমই আবহাওয়া থাকবে। বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে বুধ বা বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উত্তরে হওয়া বাধা পাচ্ছিল। ঝঞ্ঝা কেটে গিয়েছে। যে কারণে রাজ্যে উত্তরে হওয়া ঢুকতে শুরু করেছে। যার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলে হওয়া অফিস জানিয়েছে। 

Comments are closed.