৩০ জুলাই পর্যন্ত বাংলায় বৃষ্টিপাত, কলকাতায় জারি হলুদ সতর্কতা

নিম্নচাপের জেরে বাংলায় ফের শুরু হয়েছে বৃষ্টিপাত। মঙ্গলবার রাতভর বৃষ্টিপাত হয় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায়। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার সঙ্গে চলছে বৃষ্টি।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়ায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।

বৃহস্পতিবারও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জানা গেছে, বঙ্গোপসাগরের উত্তরভাগে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ওই নিম্নচাপ অতি সক্রিয় হয়ে উঠবে। পশ্চিমবঙ্গে ওই নিম্নচাপ ঢুকে ঝাড়খণ্ড হয়ে বিহারে চলে যাবে। এর জেরে আগামী ৩০ জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Comments are closed.