ব্রাত্য, মলয়,ঋতব্রতর আগরতলা যাত্রা, ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের মুক্ত করতে উদ্যোগ মমতা ব্যানার্জির  

ত্রিপুরায় বন্দি রয়েছে প্রশান্ত কিশোরের কোম্পানি আইপ্যাকের ২৩ জন কর্মী। এবার তাঁদের উদ্ধার করতে মাঠে নামছেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। আইপ্যাকের কর্মীদের মুক্ত করতে বুধবার সকালেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আগরতলা যাচ্ছেন ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত ব্যানার্জি।

বাংলার গন্ডি ছাড়িয়ে অন্য রাজ্যেও দলের বিস্তার করতে চাইছে তৃণমূল। ২১ শে জুলাইয়ের শহীদ দিবস পালিত হয়েছে ভিন রাজ্যেও। কিন্তু ত্রিপুরার শহীদ দিবস পালন করতে দেওয়া হয়নি। বিপ্লব দেবের সরকার করোনার অজুহাত দেখিয়ে সেই অনুষ্ঠান করতে বাধা দেয়। এরমধ্যে তৃণমূলের হয়ে সমীক্ষা করতে গিয়ে ত্রিপুরার আগরতলায় পিকের কোম্পানি আইপ্যাকের ২৩ জনকে হোটেল বন্দী করা হয়। বাইরে থেকে তাঁরা গেছে বলে বন্দী করে হয়েছে জানায় বিপ্লব দেব প্রশাসন।

এই নিয়ে আইপ্যাকের দাবি, তৃণমূলের হয়ে সমীক্ষা করতে গিয়েছেন বলেই তাঁদের আটক করা হয়েছে। আইপ্যাকের দাবি কোভিড পরীক্ষা করার পরেও তাঁদের ছাড়া হয়নি। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবার ওই কর্মীদের ছাড়িয়ে আনতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্ৰী নিজেই।

Comments are closed.