আরও দু’দিন চলবে ঝড়-বৃষ্টি, আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আরও দু’দিন হবে ঝড়-বৃষ্টি। দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় যা নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। ফলে আগামী সপ্তাহে বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। মৎস্যজীবীদের বুধবারের মধ্যে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোচবিহারে এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার পাশাপাশি  আগামী ৫ দিনের মধ্যে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পুদুচেরি, করাইকালে। এদিকে অসম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় মে মাসের গোড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Comments are closed.