বছরে ৩-৪ জন সাংবাদিক খুন হচ্ছেন! সংবাদ-স্বাধীনতায় ১ বছরে ৮ ধাপ পেছোল ভারত; চাঞ্চল্যকর দাবি আন্তর্জাতিক সমীক্ষায় 

তলানিতে দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা! সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে ১৮০ টি দেশের মধ্যে গত বছর ১৪২ নম্বর স্থানে ছিল ভারত। কিন্তু ১ বছরে তা এসেছে দাঁড়িয়েছে ১৫০-এ। মঙ্গলবার Reporters without Borders-এর তরফে world press freedom index 2022 প্রকাশ করা হয়। সেখানেই দাবি করা হয়েছে, ১৮০ টি দেশের মধ্যে স্বাধীনতার সূচকে বর্তমানে ১৪২ নম্বর স্থানে রয়েছে ভারত। শুধু তাই নয়, ওই সংস্থার আরও বিস্ফোরক দাবি, বর্তমানে দেশে নিরপেক্ষ সংবাদকর্মীরা কার্যত বিপদজনক স্থানে রয়েছেন। ভারতে প্রত্যেক বছর গড়ে ৩ থেকে ৪ জন সাংবাদিক খুন হচ্ছেন পেশাগত কারণে। চলতি বছরেই ১ জন সাংবাদিক খুন হয়েছেন এবং ১৩ জন জেলে রয়েছেন। 

সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, একটা সময়ে মনে করা হত অন্যান্য দেশের তুলনায় ভারতে সংবাদমাধ্যম মত প্রকাশে অনেক বেশি স্বাধীনতা পায়। কিন্তু ২০১৪ সালের পর থেকে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিকদের নানান ভাবে হেনস্থা করছে রাষ্ট্র অথবা শাসক দলের সমর্থকরা। কখনও কখনও তাঁদের দেশদ্রোহী বলেও দাগিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বর্তমানে দেশের কিছু সংবাদমাধ্যম শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতদুষ্টই নয় দেশের ভেতরে এবং বাইরে তারা বিভাজনও সৃষ্টি করছে। 

সম্প্রতি কাশ্মীরে পরিস্থিতি চূড়ান্ত জায়গায় পৌঁছেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। উপত্যকায় সংবাদিকদের কার্যত কণ্ঠরোধ করছে সরকার। পুলিশ এবং রাজনৈতিক নেতাদের দিয়ে তাঁদের প্রায়শই হেনস্থা করা হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে world press freedom index ভারতের স্থান ছিল ১৩৭। গত ৮ বছরে তা নেমে দাঁড়িয়েছে ১৫০-এ।         

Comments are closed.