প্রবল গরম এবং চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল রাজ্যবাসী। এই পরিস্থিতিতে ভালো খবর মিলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে।
সব ঠিক থাকলে আগামী ২৭ মে বর্ষা ঢুকবে কেরালায়। অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে। মৌসম ভবন জানিয়েছে, ১৩ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। মৌসম ভবনের অনুমান স্বাভাবিকের থেকে ৯ দিন আগে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডেও পাঁচ দিন আগেই ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরম ও চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে। আগামী ৫ দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। মঙ্গলবার ৬ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকার কথা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।
Comments are closed.