বেহালা জোকা ও মাঝেরহাট রুটের মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এই লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। এই রুটে সারা দিনে আপ ও ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো চলবে।
মে মাসের ১৩ তারিখ, অর্থাৎ মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। আপে ৩১টি ও ডাউনে ৩১টি মেট্রো চলবে সারা দিন। মেট্রো যাত্রীদের দাবি মেনে এই পরিষেবা শুরু হতে চলেছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এখন জোকা ও মাঝেরহাট রুটে সোমবার থেকে শুক্রবার মোট ৪০টি মেট্রো চলে। ১৩ তারিখ থেকে ৩১টি করে মেট্রো চলবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই সূচি অনুযায়ী, মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ২৭ মিনিটের বদলে সকাল ৭টা ৫৭ মিনিটে ছাড়বে। অন্যদিকে জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
Comments are closed.