শহরে উধাও শীতের আমেজ, উত্তরবঙ্গে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বছরের শুরুতেই এক লাফে বেশ চড়ে গেল তাপমাত্রা। কলকাতা থেকে প্রায় রাতারাতি উধাও তীব্র শীতের আমেজ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি। নতুন বছরের প্রথম দিনেই বৃষ্টিস্নাত হল উত্তরবঙ্গ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি পড়ল দার্জিলিঙে, কোচবিহারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩ জানুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে। আগামী তিন দিন কলকাতা, দুই মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়ায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা গত দিনের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেড়ে ৩ ডিগ্রিতে পৌঁছেছে। আগামী কয়েকদিন বৃষ্টি ও সেইসঙ্গে বরফ পড়তে পারে দার্জিলিঙয়ে। কোচবিহারে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে ১১ ডিগ্রিতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতায় মঙ্গলবারেও যে ভদ্রলোকটিকে বাসে গলায় মাফলার, মাথায় টুপি পরে বাসে গুটিসুঁটি মেরে বসে থাকতে দেখা গিয়েছিল অফিসে আসার পথে, বুধবার তাঁকে দেখা গেল অন্য চেহারায়। মাথার টুপি উধাও, গলার মাফলার উঠে নেমে এসেছে হাতে। চিড়িয়াখানায় অনেককে দেখা গেল, জ্যাকেট হাতে নিয়ে ঘুরতে। বাচ্চাদের মাথার টুপি মায়েদের হাতে। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে, এই অবস্থা একবারেই সাময়িক। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের দাপট কিছুটা হালকা হলেও একেবারেই যে শীত বিদায় নিচ্ছে এমনটা নয়। সংক্রান্তির সময় ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

Comments are closed.