বর্ষার বিদায়, শুষ্ক হচ্ছে আবহাওয়া; রাজ্যে শীতের পূর্বাভাস 

বর্ষা বিদায়ের পথে। আবহাওয়া দফতরের দাবি, উত্তরবঙ্গে শনিবারই বর্ষার বিদায় ঘন্টা বেজেছে। দক্ষিণবঙ্গেও বর্ষা বিদায়ের পথে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ায় এখন ক্ষণিকটা শুষ্ক। ভোরের দিকে হাল্কা ঠান্ডা ভাব রয়েছে। অনেকে ভোরের দিকে পাখাও বন্ধ রাখছেন। এক কথায় দক্ষিণবঙ্গে শীতের পূর্বাভাস। 

এদিকে আগে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বর্তমানে সেরকম কোনও সম্ভবনা নেই বলে হওয়া অফিস জানিয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিনও বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলে খবর। তাপমাত্রারও কিছুটা পতন হয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমে হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতেও কিছুটা তাপমাত্রা কমেছে। 

হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরের একটি ঘূর্ণাবর্ত মঙ্গলবার থেকেই পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। ২০ তারিখের পর এটি পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিক ভাবে নিম্নচাপের অভিমুখ অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে থাকবে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। যার ফলে প্রাথমিক ভাবে বাংলার কোনও চিন্তা নেই। অর্থাৎ দুর্গাপুজো বৃষ্টির মধ্যে কাটলেও কালীপুজো নির্বিঘ্নে কাটবে বলেই আশা করছেন আবহাওয়াবীদরা। 

Comments are closed.