নভেম্বরেই জাঁকিয়ে শীত, সপ্তাহের শেষে ২০ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা!  

নভেম্বরের মধ্যেই একাধিক জেলায় জাঁকিয়ে শীত পড়বে। চলতি সপ্তাহের মধ্যেই হুড়হুড়িয়ে বাড়বে শীতের প্রভাব। সপ্তাহের শেষের দিকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামবে। মূলত পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যাবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

দক্ষিণের সব জেলাতেই রাত এবং সকালের দিকে শীতের আমেজ বাড়বে। দু এক দিনের মধ্যেই রাত এবং ভোরের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে নভেম্বর মিটলেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি জেলাতেই উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা কমতে পারে। তবে এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

Comments are closed.