দক্ষিণ কাশ্মীরে এনকাউন্টারে ৬ জঙ্গির মৃত্যু

ফের অশান্ত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলা। মোট ৬ সন্ত্রাসবাদীর মৃত্যু হল ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে। কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাকির মুসা এই অপারেশনে নিহত বলে জানা গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে ভারতীয় সেনা দক্ষিণ কাশ্মীরের অন্তর্গত আরামপোরা গ্রামে তল্লাশি চালায়।
পুলিশ জানিয়েছে, তল্লাশি চলাকালীন হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই, তাতে মৃত্যু হয়েছে ৬ জঙ্গির। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র।
সূত্রের খবর, হিজবুল মুজাহিদিন কমান্ডার জাকির মুসা একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।অনেকদিন ধরেই সে পুলিশ ও সেনার মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। তার মদতে উপত্যকায় অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। চলতি বছরের নভেম্বর মাসে মুসাকে অমৃতসরে দেখা যায়। এরপরে পঞ্জাবে জারি হয়েছিল সাবধানতা। তার জন্য পোস্টারও লাগানো হয়েছিল অমৃতসরে। পুলিশের দাবি, মুসা ও জইশ-ই-মহম্মদের ৭ সদস্য লুকিয়ে ছিল অমৃতসরের ফিরোজপুরে। বড় কোনও নাশকতার ছক করছিল তারা। ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ২ ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ।
এই জাকির মুসার মৃত্যু বড় রকমের সাফল্য মনে করছে পুলিশ প্রশাসন।

Comments are closed.