আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে ঘোষণা করলেন, আশা ও আইসিডিএস কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা ও আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন ৫০০ টাকা করে বাড়তে চলেছে। এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে এই বর্ধিত বেতন।

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল।

আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা।’  এছাড়াও আগামিকাল, বৃহস্পতিবার, নারী দিবস উপলক্ষে পদযাত্রা করবেন তিনি। ৮ তারিখ শিবরাত্রি থাকায় একদিন আগেই তিনি এই কর্মসূচিতে সামিল হবেন বলে খবর।

Comments are closed.